Tuesday, 14 June 2016

FSB রাশিয়া

FSB রাশিয়া . রাশিয়ার ইন্টেলিজেন্স এজেন্সির অন্যতম বৈশিষ্ট্য হল সময়ের ব্যবধানে গুপ্তচর সংস্থার নাম পরিবর্তন হয়৷ সোভিয়েত জমানায় প্রথম যে এজেন্সিটি ছিল তার নাম ছিল চেকা৷ সময়ের ব্যবধানে চেকা পরে হয়েছিল কেজিবি৷ পরবর্তীকালে সোভিয়েত জমনার শেষে রাশিয়ায় নতুন সিক্রেট সার্ভিস এজেন্সির জন্ম হয়৷ যার নাম হয় এফএসবি৷ সেই হিসেবে কেজিবিকে অনেকেই এফএসবির পূর্বসূরী বলে থাকেন৷আমেরিকার সিআইএ এফএসবির মূল প্রতিদ্বন্দ্বী৷

No comments: