ব্যবহৃত F-16 কিনতে হবে পাকিস্তানকে
ইসলামাবাদ: শেষমেশ ব্যবহার করা F-16 কিনতেই বাধ্য হচ্ছে পাকিস্তান। আমেরিকা মুখ ফিরিবে নেওয়ার পর হাত পাততে হচ্ছে জর্ডনের কাছে। মঙ্গলবার এমন পরিকল্পনার কথা প্রকাশ্যে এসেছে। মার্কিন কংগ্রেস বাধা দেওয়ার আমেরিকার কাছে থেকে আটটি F-16 এয়ারক্রাফট কেনা আটকে যায় পাকিস্তানের।
আগামী কয়েক বছরের মধ্যে পাকিস্তানের F-16 এয়ারক্রাফট গুলি নিষ্ক্রিয় করতে হবে। কিন্তু প্রত্যন্ত পাহাড়ি এলাকায় জঙ্গিদের সঙ্গে মোকাবিলা করতে তাদের এই এয়ারক্রাফট প্রয়োজন বলে উল্লেখ করেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতেও পাকিস্তানের এগুলো প্রয়োজন বলে মনে করছে বিশেষজ্ঞমহল। এদিন পাকিস্তানের প্রতিরক্ষা সচিব জানান, জর্ডনের কাছ থেকে তাঁরা একটি অফার পেয়েছেন। F-16-এর পুরনো সংস্করণের ১৬টি ব্যবহৃত এয়ারক্রাফট দেওয়ার কথা বলা হয়েছে পাকিস্তানকে। আমেরিকার কাছ থেকে এগুলির নতুন সংস্করণ পাওয়ার কথা ছিল।
আমেরিকার সঙ্গে ৬৯৯ মিলিয়ন ডলারের ডিল হয়েছিল। কিন্তু মার্কিন প্রশাসনকে ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে প্রতিবাদ জানায় মার্কিন কংগ্রেস। এরপরই সেই ডিল আটকে যায়।

No comments:
Post a Comment