Saturday, 18 June 2016

আবারও চাপে চীন কারণ বিশ্বে নিউক্লিয়ার সরবারহকারী গ্রুপে ভারতের অন্তর্ভুক্তিকে জোরালো সমর্থনের বার্তা দিল ইংল্যান্ড।

আবারও চাপে চীন কারণ বিশ্বে নিউক্লিয়ার সরবারহকারী গ্রুপে ভারতের অন্তর্ভুক্তিকে জোরালো সমর্থনের বার্তা দিল ইংল্যান্ড।পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর সদস্য হওয়ার জন্য ভারতের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এনএসজি ইসুতে যে ইংল্যান্ড ভারতকে প্রবল ভাবে সমর্থন করবে, এটা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। আমেরিকা, সুইত্জারল্যান্ড, মেক্সিকোর পর ভারতের পাশে ইংল্যান্ড দাঁড়ানোয় ভারতের ভীত মজবুত হচ্ছে বলেও মত বিশেষজ্ঞ মহলের। চলতি মাসের শেষে ২৪ তারিখে সিওলে এনএসজি-র বৈঠক হবে। সেখানেই ভারতের দাবি নিয়ে আলোচনা করবে এনএসজির আওতায় থাকে রাষ্ট্রগুলি। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রিয়া প্রথমে ভারতের দাবির বিরোধিতা করলেও পরে তাদের সুর নরম হয় । তাই কার্যত একঘরে চীন ও পাকিস্তান l

No comments: