ভারতীয় সশস্ত্র বাহিনীতে ধাপে ধাপে মহিলাদের সংখ্যা আরও বাড়ানো হবে। দিল্লিতে ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি)-এর এভারেস্ট জয়ী মহিলা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এমনটাই জানান প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। একই সঙ্গে তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীতে মহিলাদের নিয়োগ সবেমাত্র শুরু হয়েছে। ধীরে ধীরে হলেও প্রতিটি বাহিনীতেই মহিলাদের অংশগ্রহণ বাড়ানো হবে। গত শনিবারই যুদ্ধবিমান চালানো ছাড়পত্র পেয়ে ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে নাম তুলেছেন অবনী চতুর্বেদী, ভাবনা কান্থ এবং মোহনা সিং। প্রশিক্ষণ নেওয়ার তালিকাও রয়েছেন আরও বেশকিছু মহিলা। চলতি মাসেই তাঁরা তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ নেবেন। এদিন পারিক্কার জানিয়েছেন, প্রতিটি বাহিনীতেই মহিলাদের অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে। সেই সঙ্গে এনসিসি’র প্রশিক্ষণ ও কাজ নিয়েও প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী। এভারেস্ট জয়ী মেয়েদের সাহসিকতারও প্রশংসাও করেন তিনি। প্রসঙ্গত, গত ২১ মে ও ২২ মে এনসিসি’র একদল মেয়ে এভারেস্ট জয় করেন।
সৌজন্যে- kolkata24.com
No comments:
Post a Comment