আকাশ_স্যাম
.
বর্তমানে ৩০০০ আকাশ ক্ষেপণাস্ত্র সেনা ও বিমানবাহিনী ব্যবহার করে। এর 3-D Central Acquisition Radar (3D-CAR) রেডার একসাথে ৬৪টি টার্গেট ট্রাক ও ১২টি টার্গেটের দিকে একসাথে মিসাইল লঞ্চ করাতে পারে। বর্তমানে এই রেডারের রেঞ্জ হল ২৫০কিমি। আকাশ মিসাইলের রেঞ্জ ২৫-৩০কিমি যা মার্ক ২ ভার্সানে বৃদ্ধি করে ৩৫-৪০কিমি করা হচ্ছে যা খুব দ্রুত সার্ভিসে আসবে। সেক্ষেত্রে পূর্বে গতীবেগ ম্যাক ২ ৳৳৳৫ থেকে বাড়িয়ে ম্যাক ৩ করা হবে। সাথে অ্যকুয়েরেসি বড়বে ও রেসপন্স টাইম কমবে। ইতিমধ্যে বেলারুশ, থাইল্যান্ড ও মালয়েশিয়া মার্ক ১ মিসাইলে আগ্রহ প্রকাশ করে কিন্তু আমাদের পূর্বতন সরকারের দয়ায় তা বিক্রয় করা হয় নি। মার্ক ২ ভার্সান এলে আফ্রিকা ও এশিয়ান দেশে এর যথেষ্ট চাহিদা হবে বলে আশা করা যায়!

No comments:
Post a Comment