১৯৭৪ সালের দিকে মার্কিন বিমান বাহিনী বিমান হতে আইসিবিএম নিক্ষেপ করার পরীক্ষা চালায়।একটি সি ৫কে ব্যবহার করা হয় ৪০টন ওজনের Minetinum আইসিবিএম নিক্ষেপ করার জন্য।প্রশান্ত মহাসাগর হতে ৬কিঃমিঃ উপর থেকে মিসাইলটিকে ছাড়া হয়।ছেড়ে দেওয়ার সাথে মিসাইল হতে প্যারাসুট বের হয় যাতে মিসাইলের পড়ার গতি কম হয়।এরপর মিসাইলটি ২.৬ কিঃমিঃ উচ্চতায় আসলে রকেট ইঞ্জিন চালু হয় উপরের দিকে উঠতে শুরু করে এবং নির্ধারিত স্থানে গিয়ে পতিত হয়।এই পরীক্ষাটি করার কারন হচ্ছে সোভিয়েতকে দেখানো মার্কিন বিমান বাহিনী বিমান হতেও আইসিবিএম নিক্ষেপ করতে পারে।

No comments:
Post a Comment