আপনি কি জানেন ?
ফ্রান্সের আজ অবধি তৈরি সর্বাধুনিক ফাইটার জেট Dassault Rafale একটি "Multinational/বহুজাতিক" প্রজেক্ট হবার কথা ছিল।ফ্রান্স যখন Euro Fighter প্রজেক্ট থেকে বেরিয়ে যায় তখন তারা নিজেদের নের্তৃত্বে Rafale প্রজেক্ট চালানোর মনস্থির করে যেই প্রজেক্টে আরো অনেক গুলো দেশ সরাসরি যুক্ত থাকবে।এ লক্ষ্যে ফ্রান্স সরকার বেলজিয়াম,ডেনমার্ক,নেদারল্যান্ডস এবং নরওয়ে এর সাথে আলোচনা চালাতে থাকে।তবে বার্লিন প্রচীরের পতন ঘটলে,২ জার্মানি যখন আবার একত্রিত হয়ে যায় ঐসময় বিশ্ববাসী Cold War শেষ হয়ে যাওয়ার একটা সংকেত পায়।তখন ইউরোপের বেশিরভাগ দেশ তাদের প্রতিরক্ষা খরচ একেবারেই কমিয়ে দেয়।আর তাই উক্ত দেশগুলো ফ্রেঞ্চ Rafale প্রজেক্টে যোগ দিতেও আগ্রহ হারিয়ে ফেলে । ফলস্বরূপ, ফ্রান্স একা একাই Rafale প্রজেক্ট টা চালিয়ে যায় আর সফলভাবেই তৈরি করে ফেলে Dassault Rafale

No comments:
Post a Comment