অনেকের কাছে এই খবরটা বিশ্বাসও হবে না আবার অনেকে এই প্রথম শুনে থাকতে পারেন । রাশিয়া এই পর্যন্ত অনেক মার্কিন ড্রোন ভূ-পাতিত করিয়েছে।এরমধ্যেবিশ্বের সর্বাধূনিক ড্রোন গ্লোবাল হক্ও রয়েছে।এই সব ড্রোন ক্রিমিয়ার আকাশে প্রবেশের সময় রাশিয়া ভূ-পাতিত করিয়েছে।তবে আমেরিকা সবগুলি ড্রোন হারানোর ঘটনা গোপন রেখেছে।ক্রিমিয়াকে রাশিয়ার অংশ মানতে চায় না আমেরিকা তারা মনে করে এটা ইউক্রেনের। যার ফলশ্রুতিতে প্রতিনিয়ত বিভিন্ন রকমের ড্রোন ক্রিমিয়ার আকাশে পাঠায় আমেরিকা।

No comments:
Post a Comment