রাশিয়া ইতোধ্যেই তাদের নতুন রোড
মোবাইল বেসড RS-26 Rubezh ইন্টার কন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল সার্ভিসে এনেছে। এই মিসাইলটি মাক-২০+ এর বেশি গতিতে প্রায় ২৫ মেগাটন ক্ষমতাসম্পন্ন থার্মোনিউক্লিয়ার ওয়রহেড নিয়ে প্রায় ১২৬০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। এতে অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে ফলে এটি অত্যন্ত নিঁখুতভাবে টার্গেটে আঘাত করতে পারে। এছাড়াও এতে ম্যানুভারেবল রিএন্ট্রি ভেহিকল ব্যবহার করা হয়েছে, যারকারণে এটি রিএন্ট্রি ফেজে থাকার সময় ম্যানুভার করতে সক্ষম ফলে এটি যেকোনো ধরণের ডিফেন্স সিস্টেমকে ফাকি দিয়ে আঘাত আনতে সক্ষম ।এটির ওজন ৫০টন এবং এটি লম্বায় ৩০ মিটার।এটির ডিজাইন করেছে মস্কো ইনস্টিটিউট অব থার্মাল টেকনোলোজি। এটির রকেট স্টেজ সংখ্যা ৪টি(ওয়ারহেড সহ) । এটি বহন কারি গাড়িটি ৬০+ গতিতে একটানা ৫০০ কিঃমিঃ চলতে সক্ষম। এই রোড বেসড মিসাইলের সুবিধা হল,এটি সেখানে ইচ্ছা সেখানে মোতায়েন করা যায়।ফলে এটির উৎক্ষেপন স্থান ডিটেক্ট করা কঠিন। রাশিয়া এর প্রডাকশন ২০১৫ সালের মধ্যভাগ থেকেই শুরু করে এবং এই বছরের প্রথম দিকেই এটি ফিল্ডে মোতায়েন করা হয়। ধারণা করা হচ্ছে ন্যাটোকে চাপে রাখতে যে ইসকান্দার-এম ব্যালেস্টিক মিসাইলে মোতায়েন করা হয়েছে তার সাথেই একে মোতায়েন করা হয়েছে। ইউরোপের সবকয়টি দেশ এবং আমেরিকা এটির আওতায় থাকায় এটি নিঃসন্দেহে ন্যাটো এবং আমেরিকার মাথাব্যাথার আরেকটি কারণ হতে যাচ্ছে.....।

No comments:
Post a Comment