Thursday, 16 June 2016

চিনা সেনাদের মেরে ভাগিয়েছে ভারতীয় জওয়ানরা

চিনা সেনাদের মেরে ভাগিয়েছে ভারতীয় জওয়ানরা নয়াদিল্লি: চিনের শতাধিক সেনা অরুণাচল প্রদেশের সীমানা দিয়ে ভারতে প্রবেশ করলে তাদের মেরে তাড়ায় ভারতীয় সেনা জওয়ানরা। বুধবার সরকারিভাবে এমনই জানানো হয়েছে ভারত সরকারের তরফে। চলতি মাসের নয় তারিখে ওই রাজ্যের চারটি সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করেছিল প্রায় ২৫০জন চৈনিক সেনা জওয়ান। চিনের পিপলস লিবারেশন আর্মির ওই সদস্যরা চারটি দলে বিভক্ত হয়ে ভারতের সীমানা পেরিয়েছিল। সেইসময় তাঁদের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি হয় ভারতীয় সেনা জওয়ানদের। জানা গিয়েছে, ওই দিন প্রায় ঘণ্টা খানেক যুদ্ধ চলে দুই পক্ষের সেনার মধ্যে। হাতাহাতিতে পরাস্ত হয়েই সেদিন পিঠটান দিয়েছিল চিনের সেনারা। যদিও সেই সময় কোনও গুলি চালানোর ঘটনা ঘটেছিল কিনা তা এখনও সরকারিভাবে জানানো হয়নি।

No comments: