আজ থেকেই ভারত -" মিসাইল টেকনোলোজি কনট্রোল রেজিম " অর্থাত্ MTCR এর পূর্ন সদস্য হল ।ভারত এই গ্রুপের 35 তম সদস্য,বড় দেশ গুলি যেমন আমেরিকা,রাশিয়া,ফ্রান্স,ব্রিটেন,দক্ষিন কোরীয়া,জাপান এই MTCR এর সদস্য হলেও ,এখনও অবদি চীন এই এলিট গ্রুপে ঢুকতে পারে নি ।ভারত গতবছরই এই MTCR এ ঢোকার বন্দবস্ত করে ফেলেছিল,তবে ইতালির কারনে ঢুকতে পারে নি তবে এই বছর আর ইতালি কোন সমস্যা সৃস্টি করে নি।অবশ্য MTCR এ ঢুকে ,ভারত চীনের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে , ভারতের এর পরের টার্গেট NSG এর পূর্ন সদস্য হওয়া এবং ভারতকে আটকানো অসম্ভব ।
---------- MTCR এর সদস্য হয়ে ,ভারত কাছে আন্তজাতিক উন্নত মিসাইল , ড্রোন এর রাস্তা পরিস্কার হয়ে গেল এবং ভারতীয় মিসাইল টেকনোলোজির সক্ষমতাও বৃদ্ধি পেল ।এর ফলে ভারতের ব্যালেস্টিক মিসাইল প্রোগ্রাম গুলি আর কিছু লুকিয়ে করতে হবে না ।ভারত ,রাশিয়া,ফ্রান্স,আমেরিকার সাথে বিভিন্ন লংরেঞ্জ উচ্চ প্রযুক্তির যৌথ উদ্দগে মিসাইল , কমবেট ড্রোন বানানোর প্রযুক্তি লাভ করতে পারে ।তাই ভবিষত্ এ BRAHMOS-2 এর রেঞ্জ যদি 1000 km ও হয় ,তাতে আশ্চর্যের কিছু থাকবে না।

No comments:
Post a Comment