Monday, 20 June 2016

রাশিয়ার ফ্ল্যাঙ্কার পরিবার কিছুটা দেরিতে হলেও প্রমাণ করতে পেরেছে যে যুদ্ধবিমান তৈরিতে তারাই সেরা।

রাশিয়ার ফ্ল্যাঙ্কার পরিবার কিছুটা দেরিতে হলেও প্রমাণ করতে পেরেছে যে যুদ্ধবিমান তৈরিতে তারাই সেরা। ১৯৮৫ সাল থেকে তারা এসইউ-২৭ বিমান তৈরি দিয়ে শুরু করেছিল। এরপর থেকে তারা এসইউ-৩০, এসইউ-৩৪ এবং এসইউ-৩৫ তৈরি করে। তৎকালীন সময়ে অনেকেই রাশিয়ার এই বিমানগুলো সম্পর্কে মন্তব্য করেছিলেন যে, এগুলো সবই এফ-১৫, এফ/এ-১৮ হরনেট এবং ইউরোফাইটার টাইফুনের আদলে তৈরি করা। কিন্তু অত্যাধুনিক সুখয় যুদ্ধবিমানগুলো এক কথায় মার্কিন বৈমানিকদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নিখুঁত লক্ষ্যভেদের বাইরেও এসইউ-৩৪ সিরিয়ার যুদ্ধক্ষেত্রে তাদের কার্যকারিতা প্রমাণ করেছে। অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞের কল্পনাও ছিল না যে, রাশিয়ার যুদ্ধবিমান এমন ক্ষয়ক্ষতি করতে পারে।

No comments: