রাশিয়ার ফ্ল্যাঙ্কার পরিবার কিছুটা দেরিতে হলেও প্রমাণ করতে পেরেছে যে যুদ্ধবিমান তৈরিতে তারাই সেরা। ১৯৮৫ সাল থেকে তারা এসইউ-২৭ বিমান তৈরি দিয়ে শুরু করেছিল। এরপর থেকে তারা এসইউ-৩০, এসইউ-৩৪ এবং এসইউ-৩৫ তৈরি করে। তৎকালীন সময়ে অনেকেই রাশিয়ার এই বিমানগুলো সম্পর্কে মন্তব্য করেছিলেন যে, এগুলো সবই এফ-১৫, এফ/এ-১৮ হরনেট এবং ইউরোফাইটার টাইফুনের আদলে তৈরি করা। কিন্তু অত্যাধুনিক সুখয় যুদ্ধবিমানগুলো এক কথায় মার্কিন বৈমানিকদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নিখুঁত লক্ষ্যভেদের বাইরেও এসইউ-৩৪ সিরিয়ার যুদ্ধক্ষেত্রে তাদের কার্যকারিতা প্রমাণ করেছে। অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞের কল্পনাও ছিল না যে, রাশিয়ার যুদ্ধবিমান এমন ক্ষয়ক্ষতি করতে পারে।

No comments:
Post a Comment