Thursday, 16 June 2016

ভারতীয় PARA SF হল সেই স্পেশাল ফোর্স গুলির মধ্য অন্যতম

ভারতীয় PARA SF হল সেই স্পেশাল ফোর্স গুলির মধ্য অন্যতম ,যারা একটি অপারেশনেও অসফল নয় , PARA SF দের সাফল্যার হার 100% ।এরা শুধু দেশের ভেতরেই নয় , দেশের বাইরে :- পাকিস্থান,মায়ানমার,বাংলাদেশ( পূর্বপাকিস্থান ),মালদ্বিপ সহ বিভীন্ন দেশে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছে এরা কি জিনিস ।এদের প্রত্যকটা আপারেশনে এদের বুদ্ধি,স্কিল এর অসাধারন পরিচয় পাওয়া যায়। -------- এরকমই একটি সফল অপারেশন আফ্রীকার সিয়েরা লিয়নে সংগঠিত হয় 2000 সালে ,অপারেশন খুকরি ।সিয়েরা লিয়নে পিস কিপিং মিশনে নিয়োজিত 5/8 গোর্খা রাইফেল এর সাথে ,সেখান কার একটি জঙ্গী সংগঠন রেভুলেশনারি ইউনাইটেড ফ্রন্ট এর সাথে সংঘাত বাধে ।235 জন গোর্খা , প্রায় 75 দিন ধরে 3000 থেকে 5000 জঙ্গীর বিরুদ্ধে লড়াই করতে করতে ,এক সময় জঙ্গীরা তাদের চারিদিক ঘিরে ফেলে।তখন দিল্লী থেকে 90 জন PARA কমান্ডো সিয়েরা লিয়নের উদ্দেশ্য রওয়না হয় ।সেখানে 90 জন প্যারা কামান্ডোদের কাছে দৌড়ানি খেয়ে ,, ঐ 3000-5000 জঙ্গী বাধ্য হয় আত্মসমর্পন করতে

No comments: