Thursday, 16 June 2016

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের অন্যতম এক দুর্ধর্ষ অফিসার।

Skorzeny দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের অন্যতম এক দুর্ধর্ষ অফিসার। ১৯৩৮ সালে অষ্ট্রিয়ার প্রেসিডেন্টকে গুলির হাত থেকে রক্ষা করেন। ১৯৩৯ সালে তিনি হিটলারের বডিগার্ড রেজিমেন্টে যোগ দেন।পরবর্তীতে এই রেজিমেন্টই প্রথম প্যানজার ডিভিশনে পরিনত হয়। ১৯৪১ সালে দ্বিতীয় প্যানজার ডিভিশনে যোগ দেন। এই ডিভিশনে সোভিয়েতে আক্রমন করেছিল। ১৯৪২ সালের শেষের দিকে প্রতিপক্ষের রকেট হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার পরও তিনি সকল প্রকার চিকিৎসা না নিয়ে সামান্য কিছু বিয়ার জাতীয় পানি খেয়ে আবার যুদ্ধ ময়দানে ফিরে আসেন!! ১৯৪৩ সালে ইটালীর মুসোলিনিকে ২০০ জন মিত্রপক্ষ সৈন্যর হাত থেকে উদ্ধার হরে নিয়ে আসেন।এরপরই তাকে "ইউরোপের সবচেয়ে ভয়ংকর মানুষ" উপাধি দেওয়া হয়। ১৯৪৪ সালে তিনি "ব্যাটেল অফ Bulge" মিত্রপক্ষকে হারানোর জন্য জার্মান সৈনিকদের মধ্যে যারা ভালকরে ইংরেজি বলতে পারতো তাদেরকে বেছে এবং আমেরিকার সৈন্যর মত ড্রেস পরে তারা মিত্রপক্ষের সাথে মিশে থাকে।এরপর তারা বিভিন্ন রকম ভুল তথ্য দিয়ে মার্কিন সৈন্যদের বেকায়দায় ফেলে। ১৯৪৫ সালে মিত্রপক্ষ যখন পশ্চিম দিক থেকে বার্লিনের দিকে অগ্রসর হচ্ছিল আর সোভিয়েত পূর্বদিক থেকে অগ্রসর হয়ে বার্লিনের দিকে আসছিল সে সময়ে জার্মানীর পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।এই রকম পরিস্থিতে তার প্রচেষ্টায় জার্মান উচ্চ পর্যায়ের অফিসাররা সুইজারল্যান্ড আর স্পেনে পালিয়ে যেতে সক্ষম হয়। যুদ্ধের পর তাকে গ্রেফতার করা হয়।কিন্তু ১৯৪৮ সালে তিনি সেখান থেকে পালিয়ে যান। এই রকম দুর্ধর্ষ অফিসার ইতিহাসে খুব কমই আছে

No comments: