Monday, 27 June 2016

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ভারতে তৈরি ডিআরডিও ধনুষ কামানের ব্যাপক উৎপাদনের জন্য অনুমতি দিয়েছে।

ব্রেকিং_নিউজ‬ ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ভারতে তৈরি ডিআরডিও ধনুষ কামানের ব্যাপক উৎপাদনের জন্য অনুমতি দিয়েছে। এই সপ্তাহের শেষে আর্মির হাতে আরও তিনটি ধনুষ আরটিলারি তুলে দেওয়া হবে। আর্মি এই মুহূর্তে 414টি এই গান অর্ডার দিয়েছে। সর্বমোট 2500 টি এই কামান তৈরির পরিকল্পনা আছে।

No comments: