Saturday, 25 June 2016

ভারতকেই সবচেয়ে বেশি ভয় পায় পাকিস্তান।

ভারতকেই সবচেয়ে বেশি ভয় পায় পাকিস্তান। সেই কারণে ভারতের কথা মাথায় রেখেই পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়। জার্মানির একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস-এর ডিরেক্টর জেনারেল আসিম বাজবা। পাক সেনার মুখপাত্র বলেছেন, দীর্ঘদিন ধরে কাশ্মীর সমস্যার সমাধান না হওয়ার জন্যই ভারত-পাকিস্তানের সম্পর্কের মধ্যে উত্তেজনা বজায় আছে। তবে পাকিস্তানের তরফ থেকে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। আন্তর্জাতিক মহল পাকিস্তানের জন্য বিশেষ কিছু করেনি বলেও অভিযোগ করেছেন বাজবা। তাঁর আরও দাবি, সন্ত্রাস দমনে পাকিস্তান অনেক ব্যবস্থা নিয়েছে। কিন্তু পশ্চিমী দুনিয়ার অভিযোগ, পাক সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয় না। এই অভিযোগ দুঃখজনক এবং অন্যায্য। সম্প্রতি পাকিস্তানকে না জানিয়ে সেদেশে ড্রোন হামলা চালিয়ে তালিবান প্রধান মোল্লা আখতার মনসুরকে হত্যা করেছে মার্কিন সেনা। এই ঘটনার সমালোচনা করে বাজবা বলেছেন, এই ড্রোন হানার বিষয়ে পাকিস্তানকে আগাম খবর না দেওয়া দুর্ভাগ্যজনক। আফগানিস্তানে সরকারের সঙ্গে তালিবানের রফার ক্ষেত্রে মনসুরের বিশেষ ভূমিকা ছিল। তিনি অন্য দেশ থেকে পাকিস্তানে এসেছিলেন। তাঁর গতিবিধির উপর নজরদারি চালিয়ে আক্রমণ করে হত্যা করা হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশ পাকিস্তান। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানকে এ বিষয়ে কিছুই না জানানোর প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। সূত্র :ABP আনন্দ

No comments: