¤¤¤ ভারতের ফিউচার ইনফেন্ট্রি ফাইটিং ভেহিকেল , অভয় ।এই IFV কে ডিজাইন করেছে DRDO ,বর্তমানে এটি ডেভলপিং ফেজে আছে।প্রধানত ভারতের বিশাল সংখ্যাক BMP-2 IFV গুলির রিপ্লেসমেন্ট হিসেবে ,এই অভয় ভারতীয় আর্মিতে এন্ট্রিনেবে ।বর্তমানে কয়েকটি প্রোটোটাইপ নির্মান হয়েছে এবং যেগুলি নিয়ে কজ চলছে।
-------- 25 টনের অভয় , এর শক্তি জোগায় এর 550 hp এর শক্তিশালী ইঞ্জিন ।এটি রাস্তায় সর্বোচ্চ 70 km/h গতিতে ছুটতে পারে এবং জলে এটি 10 km/h গতিবেগে চলতে পারে।এতে তিনজন ক্রু ( কমান্ডার,গানার ,ড্রাইভার ) সহ ,আরও সাতজন ফুল আর্মড আর্মি বসতে পারে।এর আর্মর ব্যাবস্থা অত্যান্ত উন্নত মানের কম্পোজিট কাঞ্চন আর্মর দ্বারা সুরক্ষিত ।এটিতে NBC প্রোটেকশন ,এবং নাইটভীষন সেন্সর গুলি উপস্থিত আছে।
------এক নজরে এর অস্ত্র সজ্জা :-
*** 1 টি 40 mm বোফরস অটো ক্যানন (210 রাউন্ড)
*** 1 টি 30 mm এর অটোমেটিক গ্রেনেড লঞ্চার।
*** 1 টি 7.62 mm এর PKT মেশিন গান।
*** 2 টি এন্টিট্যাংক গাইডেড মিসাইল লঞ্চার
*** 6 টি স্মোকগ্রেনেড ডিসচার্জার ।

No comments:
Post a Comment