Saturday, 25 June 2016

চীন মার্কিন স্টিলথ বোমারু বিমান বি ২ এর আদলে বোমারু বিমান তৈরি করছে।নাম দেওয়া হয়েছে "এইচ ২০"।

চীন মার্কিন স্টিলথ বোমারু বিমান বি ২ এর আদলে বোমারু বিমান তৈরি করছে।নাম দেওয়া হয়েছে "এইচ ২০"।মার্কিন বি ২ বোমারু বিমানের একজন ডিজাইন ইঞ্জিনিয়ার চীনকে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে ৩২ বছরের কারাদন্ডে অভিযুক্ত রয়েছে।তার পাঠানো তথ্য এই বিমান তৈরি করতে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও চীন সুপারসনিক গতির বোমারু বিমানও তৈরি করছে। নাম দেওয়া হয়েছে "এইচ ১৮"।এটিও অনেকটা মার্কিন বি ১ বোমারু বিমানের মত হতে পারে।

No comments: