অদৃশ্য কলম
কোল্ড ওয়ারের সময় কেজিবি এই কলম ব্যবহার করে গোয়েন্দা তথ্য অাদান প্রদান করত।কেজিবির বিজ্ঞানীরা একটি গোপন ফর্মূলার মাধ্যমে এই কলম তৈরি করে।এটাতে খালি হিসেবে এক ধরনের গোপন জেল ব্যবহার করা হয়।এটি সাধারন কলমের মত যা অামরা ব্যবহার করি।এটার মাধ্যমে খুব সুন্দরভাবে লিখা যেত এবং অনবরত লিখা যেত।কোন চাপ দেয়ার প্রয়োজন হত না।এই কলম দ্বারা কোন কিছু লিখলে তা ১৫ মিনিট পর অদৃশ্য হওয়া শুরু করে।এবং ৪৮ ঘন্টার মধ্যে সম্পূর্ন অদৃশ্য হয়ে যায়।কোন অালট্রাভায়োলেটলাইট দিয়ে চেক করেও কোন তথ্য পাওয়া যেত না।ফলে কেজিবির স্পাইদের নোট বিনিময় করতে সমস্যা হত না।এতে করে প্রতিপক্ষের স্পাইরা কোন প্রমাণ পেত না।বর্তমানে কেজিবির অদৃশ্য কলমের মূল্য মাত্র ১৩ মার্কিন ডলার।
(বি:দ্র: অাপনাদের লাগলে এই কলম সংগ্রহ করতে পারেন বিশেষ করে কেজিবির ভক্তরা।হাজার হলেও কেজিবির স্মৃতি)

No comments:
Post a Comment