Monday, 27 June 2016

গোলকিপার

গোলকিপার নেদারল্যান্ডের তৈরি এই CIWS ১৯৭০ সালে তৈরি করা হলেও এখনো সার্ভিসে আছে।এটা সম্পূর্ন স্বয়ংক্রিয় ব্যবস্থা।হাইলি ম্যানুভেরাবল মিসাইল,বিমান এবং দ্রুতগতির বোট ধ্বংস করতে পারে।এটা এক্টিভেট করলে বাকি কাজ একাই করতে পারে।ডিটেক্টশন থেকে শুরু করে টার্গেট ধ্বংস করা সবকিছু স্বয়ংক্রিয়ভাবে করকে পারে।এমনকি বেশি বিপদজনক টার্গেটকে আগে ধ্বংস করতে পারবে। এটি ৩০ মিঃমিঃ এর এ্যাভেনজার গান।এই একই গানটি মার্কিন এ ১০ বিমানে ব্যবহৃত হচ্ছে।ম্যাক ২ গতিবেগের মিসাইলকে ডিটেক্টশন থেকে শুরু করে ধ্বংস করতে এর সময় লাগে মাত্র ৫.৫ সেকেন্ড!! রেঞ্জ সর্বোচ্চ ২ কিঃমিঃ।প্রতি সেকেন্ডে ফায়ার করতে পারে ৭০ রাউন্ড বুলেট।

No comments: