Saturday, 18 June 2016

আপনি কি জানেন?

আপনি কি জানেন?

. ট্রেনিং প্রিয়োডে প্যারা ট্রুপার্স স্পেশাল ফোর্স দের রুড মার্চিং এক বিরাট পরীক্ষা। পিঠে ২৫কেজি ওজন নিয়ে একটানা ৭০কিমি দৌড়াতে হয় এই সব জোয়ানদের। এমন অনেক সময় এরকম হয় এত বিরাট পথ দৌড়ানোয় তাদের হাঁটু থেকে মালাইচাকি আলাদা হয়ে যায়। এই ট্রেনিং শুধু শারীরিক পরীক্ষা না। এটি মানসিক দৃড়তার পরীক্ষা। কারন শুধু শারীরিক সক্ষমতার কারনে আপনি ২৫কেজি ওজন নিয়ে ৭০কিমি দৌড়াতে পারবেন না যদিনা আপনার মধ্যে এক হিমালয় সমান দৃড় জেদ থাকে। প্যাড়া ট্রপার্স রা সমস্ত ফোর্সদের থেকে একটু আলাদা হয়। তাদের ট্রেনিং অত্যন্ত কঠর যা আমাদের কল্পনার অতীত। সাধারণত সেনা,নৌ,বিমান,কোস্ট গার্ড সমস্ত শাখা থেকে ইচ্ছুক সেনা দের প্যারা ট্রুপার্সের ট্রেনিং এ আনা হয়। ট্রেনিং শেষে ১০-২০শতাংশ প্যারা ট্রুপার্সে যুক্ত হয় ও তারা পায় বহু আকাঙ্ক্ষিত মেরূন ব্যরেট। অর্থাৎ মেরুন টুপি। বিশ্বব্যাপী নিয়ম অনুযায়ী সমস্ত দেশের প্যারা ট্রুপার্সরা মেরূন ব্যারেট পায়। সেটি পরিধান করার সময় রূপার তৈরি পাত্রে রাখা সূরা বা মদ জাতীয় দ্রব্যে ভিজিয়ে পড়ে ও সেই মদ টি সেই সেনা কে এক নিঃশ্বাসে পান করতে হয়। তার পর আপনি হতে পারেন ভারতের এই গৌরবময় বাহিনীর অংশ। প্যারা সেনারা দেশে ও বিদেশে অপেরেশান চালাতে যায়। মানসিক ভাবে দৃঢ় থাকা এদের এক বড় শিক্ষা। ট্রেনিং প্রিয়োডে এদের সর্বক্ষণ ভয়ানক পরিস্থিতি তে রাখা হয়। মর্মান্তিক ভিডিও দেখানো ও অমানবিক ক্রিয়াকলাপ ,কীটপতঙ্গের বা পশুপাখি কে কাঁচা খাওয়া ও এমনকি ছোটখাট অস্ত্রপ্রচার(অপরেশান) বা সন্তানপ্রসবের ট্রেনিং ও দেওয়া হয়। হাতের চামড়া শক্ত করানোর জন্য আগুনে গরম করা বালির মধ্যে হস্ত চালনা করা হয়। এধরনের অজস্র ট্রেনিং এর পর এক একটি বাঘ। ভারতের এমন বীর জোয়ান দের জন্যে আজ আমরা নিরাপদ। জয় হিন্দ।

No comments: