বিমানটি একটি বোয়িং ৭৩৭, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এটি কোন সাধারণ বিমান নয় কারণ এর কিছু বাড়তি এবং অদ্ভুত দর্শন অঙ্গ রয়েছে। এটি হচ্ছে লকহিড মার্টিনের মালিকানাধীন 'ক্যাটবার্ড' এবং এই বিমানটি বহুল আলোচিত এফ-৩৫ বিমানের সফটওয়্যার ও এভিওনিক্স পরীক্ষায় ব্যবহৃত হয়। এফ-৩৫ এর প্রোটোটাইপে প্রথমবারের মতো এসব পরীক্ষা করলে দুঃর্ঘটনার ব্যাপক সম্ভাবনা থাকে যার ফলে অর্থের সাথে সাথে অভিজ্ঞ পাইলটের জীবনের ওপরও ঝুঁকি থাকে। তাই এই বিমানটিতেই প্রথমে এভিওনিক্স ও সফটওয়্যার পরীক্ষা করে পরবর্তীতে তা প্রোটোটাইপে সংযোজন করা হয় যাতে অর্থ ও জীবন দুটোরই সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়.....

No comments:
Post a Comment