সুখোই-২৭ যুদ্ধবিমান বহরের আকাশে উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাশিয়ান বিমান বাহিনী।
,।
বাহিনীর তরফে জানানো হয়েছে, মস্কো অঞ্চলে বিমান প্রদর্শনীতে সুখোই যুদ্ধবিমানের মারাত্মক দুর্ঘটনার কারণের সূত্র খুঁজে বের না করা পর্যন্ত এই বহরের আকাশে ওড়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বলবত থাকবে বলে জানানো হয়েছে। রাশিয়ার সুখোই বহরে তিনশর বেশি বিমান রয়েছে।
গত কয়েকদিন আগে মস্কো অঞ্চলে একটি সুখোই বিধ্বস্ত হয়, এক পাইলট নিহত হন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ কমিশন এই বিষয়ে তদন্ত শুরু করেছে।
একটি মিশন শেষে বিমানবন্দরে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আবাসিক ভবনের ওপর বিমানকে ভূপাতিত হওয়ার হাত থেকে রক্ষার চেষ্টা করছিলেন পাইলট। শেষ পর্যন্ত তিনি আর বিমান থেকে বের হয়ে আসতে পারেন নি।
রুশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে টেস্ট পাইলট ম্যাগোমেদ তোলবায়োইভ বলেছেন, ফ্লাইট মনিটরিং সিস্টেমের ব্যর্থতার কারণে হয়ত এই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। হতভাগ্য বিমানটি রাশিয়ার খ্যাতনামা বিমান অ্যাক্রোবেটিক দল ‘রাশিয়ান নাইটসের’ সদস্য ছিল। এ দল মস্কোর রেড স্কয়ারে চমকপ্রদ বিমান অ্যাক্রোবেটিক দেখায়।

No comments:
Post a Comment