Wednesday, 15 June 2016

আপনি কি জানেন?

                                                                আপনি কি জানেন ?
. ডিআরডিও ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম অ্যওয়াক্স এর উপর কাজ করছে। যেই ছবিটি দেখছেন সেটাই তার মডেল। এয়ারবাস এ-৩৩০। এর উপর প্রতিস্থাপিত হবে ডিআরডিও এর তৈরি ৩৬০ডিগ্রি কভারেজের অত্যাধুনিক রেডার। যদিও ট্রাকিং রেঞ্জ এখনো জানা যায়নি কিন্তু তা অবশ্যই ৫০০+কিমি হবে।

No comments: