ব্রেকিং_নিউজ: মরুভূমির গরম থেকে সেনাদের বাঁচাবে "কুল জ্যাকেট"। ঠাণ্ডা জামা পড়েই পাহারা দেবে বিএসএফের জওয়ানরা।
.
ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে বাড়তে শুরু করেছে উষ্ণতার পারদ৷ তাপমাত্রা পৌঁছেছে ৫৩-৫৪ ডিগ্রিতে৷ এই প্রবল উষ্ণতায় বিএসএফ জওয়ান এবং সেনা উটের পক্ষে সীমান্ত পাহারার কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে৷ এই পরিস্থিতির হাত থেকে সেনা জওয়ানদের স্বস্তি দিতে তাদের জন্য আনা হচ্ছে পিএমসি কুল জ্যাকেট৷ আপাতত এই জ্যাকেটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলানো হচ্ছে৷ এর আগেও পিএমসি জ্যাকেট নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করেছে ডিআরডিও৷ কিন্তু তা সফল হয়নি৷
.
তীব্র দাবদাহের মধ্যে সীমান্তের মরু অঞ্চলে ডিউটি করতে হয় বিএসএফ জওয়ানদের৷ পাকিস্তান লাগোয়া এই অঞ্চলে তাপমাত্রা থাকে ৫৩-৫৪ ডিগ্রি সেলসিয়াস৷ দুর্বিষহ গরমের প্রভাব পড়ে তাঁদের কাজের উপরেও৷ এই পরিস্থিতি মোকাবিলায় পরীক্ষা-নীরিক্ষা চালায় বেসরকারি সংস্থার বিজ্ঞানীরা৷ শরীর ঠাণ্ডা রাখা যায় এমন জ্যাকেট তৈরিও করে ফেলেছেন তাঁরা৷ বিজ্ঞানীদের দাবি, এই জ্যাকেট চার ঘণ্টা পর্যন্ত জওয়ানদের শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করবে৷ সেনা সূত্রে জানা গিয়েছে, আপাতত এই কুল জ্যাকেটের ট্রায়াল চলছে জয়সলমীরের শাহগড় বাল্জ মরু এলাকায়৷

No comments:
Post a Comment