Thursday, 23 June 2016

মোদী সরকার ডিফেন্স এবং সিভিল এভিয়েশন সেক্টরে ১০০% FDI ঘোষনা করেছে


ব্রেকিং_নিউজ‬ এইমাত্র একটি বড়ো খবর এসে পৌঁছেছে। মোদী সরকার ডিফেন্স এবং সিভিল এভিয়েশন সেক্টরে ১০০% FDI ঘোষনা করেছে । এর ফলে যে কোনো বিদেশী কোম্পানি ভারতে এসে নিজেরাই কারখানা তৈরি করে সমরাস্ত্র তৈরি করতে পারবে এবার থেকে। আগে যে কোনো একটা ভারতীয় কোম্পানির সঙ্গে জোট করতে হত ফলে অনেক ঝামেলার জন্য বিদেশী কোম্পানি আসতে চাইত না । এখন থেকে সেই ঝামেলা আর রইল না ।

No comments: