১৯৬১ সালের ২৪ জানুয়ারি ইউএস এয়ারফোর্সের একটি বি-৫২ বম্বার মেইনল্যান্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় দুইটি এমকে-৩৯ হাইড্রোজেন বম্বসহ ক্র্যাশ করে এবং একটি টপ সিক্রেট রিপোর্ট অনুযায়ী এদের মধ্যে একটি বম্বের ছয়টি সেফটি মেকানিজমের পাঁচটিই নষ্ট হয়ে যায় বা বলা চলে নিউক্লিয়ার ডিভাইসটি ডেটোনেট হওয়ার ছয়টি ধাপের পাঁচটিই সম্পন্ন হয়েছিল। অর্থাৎ ডিভাইসটি ডেটোনেট হওয়ার থেকে মাত্র একধাপ দূরে ছিল এবং একটি ডিভাইস ডেটোনেট হলে বাকিটিও নিশ্চিতভাবেই ডেটোনেট হতো যার ফলাফল হত নিঃসন্দেহে অত্যন্ত ভয়াবহ.....

No comments:
Post a Comment