Monday, 20 June 2016

উত্তর কোরিয়ার ২১টির বেশী পরমাণু অস্ত্র থাকতে পারেঃ

উত্তর কোরিয়ার ২১টির বেশী পরমাণু অস্ত্র থাকতে পারেঃ- উত্তর কোরিয়া গত ১৮ মাসে আরো ছয়টি বা এর বেশী পরমাণু অস্ত্র তৈরী করেছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে দেশটির মোট সম্ভাব্য পরমাণু অস্ত্রের সংখ্যা দাঁড়ালো ২১ বা এর বেশী। মঙ্গলবার মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইনস্টিটিউট ফর সায়েন্স এন্ডইন্টারন্যাশনাল সিকিউরিটি একথা জানায়।উত্তর কোরিয়া ইয়ংবিয়ং কমপ্লেক্সে পরমাণু অস্ত্রে ব্যবহারের জন্যে প্লুটোনিয়াম পুন:প্রক্রিয়াকরণ কেন্দ্র পুনরায় চালু করে থাকতে পারে আন্তর্জাতিক পরমাণু শক্তিসংস্থার (আইএইএ) প্রধান ইয়োকিয়া আমানো গত সপ্তাহে এমন কথা বলার পর খবরটি প্রকাশিত হলো।২০১৪ সালের শেষের দিকে আইএসআইএস(দ্য ইনস্টিটিউট ফর সায়েন্স এন্ড ইন্টারন্যাশনালসিকিউরিটি) উত্তর কোরিয়ার ১০ থেকে ১৬ টি পারমাণবিক অস্ত্র থাকার কথা জানায়।আইএসআইএস জানায়, এর পর থেকে উত্তর কোরিয়া আরো চার থেকে ছয়টি পরমাণু অস্ত্র তৈরীকরে। এতে এখন পর্যন্ত তাদের পরমাণু অস্ত্রের মোট মজুদের সংখ্যা দাঁড়ায় কমপক্ষে ১৩ থেকে ২১ টি বা এর বেশী।

No comments: