Saturday, 25 June 2016

চীনের চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা রাখে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র ভারতই, মার্কীন কংগ্রস সদস্য → ইলিয়ট এঙ্গেল।

✺►চীনের চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা রাখে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র ভারতই, মার্কীন কংগ্রস সদস্য → ইলিয়ট এঙ্গেল। ➥এশিয়ায় চিনের ক্রমবর্ধমান আধিপত্যের সঙ্গে পাল্লা দিতে পারে একমাত্র ভারতই। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত নয়াদিল্লির সঙ্গে বোঝাপড়া বাড়ানো।বক্তা মার্কিন কংগ্রেসের এক সদস্য ইলিয়ট এঙ্গেল। ➥কংগ্রেসের এক আলোচনাসভায় নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য এঙ্গেল বলেছেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র। দক্ষিণ চিন সাগর, প্রশান্ত মহাসাগরের মতো বিতর্কিত বিষয়গুলিতে চিনের বিরুদ্ধে সরব ভারত। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত ভারতের সঙ্গে বন্ধুত্ব আরও জোরদার করা।

No comments: