Monday, 27 June 2016

J & K NEWS

জম্মু কাশ্মীরে হাই এলার্ট এলাকা গুলিতে পেট্রোলিং এর জন্য সেনা ,অন্তত হাফ ডজন হাইলি আর্মড MPV মোতায়েন করল ।এবং ঐ সব এলাকা গুলিতে আর্মির সাধারন পরিবহন যানবাহন নিষিদ্ধ করা হয়েছে ।কদিন আগে জঙ্গীদের অতর্কিত ব্রাস ফায়ারিং এ শহীদ হন বেশ কিছু CRPF জাওয়ান ,তাই এই ব্যাবস্থা ।হোম মিনিস্টার রাজনাথ সিংহ এই ঘটনাকে পাকিস্থানের নিকৃস্ট কাজ বলে উল্লেখ করেছেন ,এবং ইটের জবাব পাটকেলে দেওয়া হবে ,তাও জানিয়ে দিয়েছেন।বর্তমানে সুরক্ষার কাজে 60 ব্যাটেলিয়ন আর্মি জম্মুকাশ্মীরে মোতায়েন আছে ,প্রত্যক ব্যাটেলিয়নে 1000 জন জওয়ান।

No comments: