Thursday, 16 June 2016

এফ/এ-১৮ সুপার হর্নেট হচ্ছে এফ/এ-১৮ এর সবচেয়ে উন্নত ভার্সন।

এফ/এ-১৮ সুপার হর্নেট হচ্ছে এফ/এ-১৮ এর সবচেয়ে উন্নত ভার্সন।এটির নির্মাতা ম্যাগডোনাল্ড ডাগলস এবং বোয়িং।এটি মূলত ক্যারিয়ার বেস এয়ারক্রাফট। তাই এটিকে মার্কিন নেভীর প্রাণ বলা চলে।এই এয়ারক্রাফটি এক সাথে অনেক কাজের উপযোগী।এটি একাধারে ফাইটার,এট্যাক এবং ইলেকট্রনিক ওয়াপেয়ারের উপযোগী।এটির রয়েছে উন্নত এভিয়োনিক্স এবং মারাত্মক ইলেকট্রনিক ওয়াপেয়ার সিস্টেম ।এটির মাত্র একটি সুইস এর মাধ্যমে এটিকে এট্যাক থেকে ফাইটারে পরিণত করে যায়।এর ৯টি হার্ডপয়েন্ড, ইন্টারনাল ফুয়েল ট্যাংক সহ ৬২০০ কেজি অস্ত্র নিয়ে এটি ম্যাক ১.৮ গতিতে ছুটতে পারে।এটি টুইন ইন্জিনের এয়ারক্রাফট। বর্তমানে ইউএস ১৪৮০ টির মত হর্নেট তৈরী করেছে এবং ভবিষ্যতে আরো তৈরী করা হবে।

No comments: