R-30 বা RSM 56 Bolva মিসাইল
________________________________
R-30 হল মূলত বর্তমান রাশিয়ার একটি এসএলবিএম ( সাবমেরিন লাঞ্চড্
ব্যালেস্টিক মিসাইল) যা কিনা বিশ্বের সব চাইতে ধ্বংসাত্বক মিসাইল গুলোর মধ্যে একটি।এর প্রস্তুতকারক ছিলো
সোভিয়েত রাশিয়ার মস্কো ইন্সটিটিউট অফ থার্মাল টেকনোলজি । এর ন্যাটো রিপোর্টিং নাম RSM 56 বুলবা। এর
ধব্বংস ক্ষমতা বলতে গেলে, নাগাসাকিতে ফেলা বোমাটির ধব্বংস
ক্ষমতা ছিল ২১ কিলোটনের। এটি ১৫০ কিলোটনের ১০টা এমআইআরবি বহন করে। এরকম একটি মিসাইল ১০টা শহর অনায়াসে মাঠির সাথে গুড়িয়ে দিতে পারে। এই মিসাইল গুলো টাইফুন ক্লাস এবং বরেই ক্লাস সাবমেরিন থেকে লাঞ্চড্ করা হয়। টাইফুন ক্লাস এবং বরেই ক্লাস সাবমেরিন এরকম ২০টি মিসাইল বহন
করতে পারে। এর গতি সম্পর্কে তেমন কিছু জানা যায় নি। তবে ধরনা করা হয়, এর গতি হতে পারে সুপার হাইপারসনিক (ম্যাক ১০+)।
বিবরন:
ভর : ৩৬.৮ টন
উচ্চতা : ৪০ ফিট
অপারেশনাল রেন্জ: ১০,০০০ কি.মি
ব্যাবহারকারী: Russian Strategic Rocket Forces and Russian nevy
ওয়ারহেড : ১০ টি (১৫০ কিলোটন)
ইন্জিন : ৩ স্টেজ। সলিট ফুয়েল রকেট।লিকুয়িড প্রপোলেন্ড রকেট।
ধরন: সাবমেরিন লাঞ্চড্ ব্যালেস্টিক মিসাইল (এসএলবিএম)
সিস্টেম: ইন্টারিয়াল,আস্ট্রো ইন্টারিয়াল,গুলোনেস রাডার গাইডেন্স সিস্টেম।

No comments:
Post a Comment