মার্কিন অনুদান প্রাপ্ত ৫টি MD530F CAYUSE লাইট এ্যাটাক হেলিকাপ্টার আজ সকালে আফগানিস্থানে পৌছে গেছে। তালিবান ও অন্য জঙ্গি গোষ্ঠীর সাথে যুদ্ধ করার জন্য মার্কিন প্রশাসন ২০১৫সালে ১৬টি এই হেলিকাপ্টার আফগান সেনাবাহিনী কে দেয় ও পরে আফগান প্রশাসন আরো ১২টি এই হেলিকাপ্টার কেনার জন্য অর্ডার দেয়। তারমধ্যে প্রথম পাঁচটি হেলিকাপ্টার আফগান সেনাবাহিনীর হাতে আজ সকালে তুলে দেওয়া হলো। আর ৫-৬ মাসের মধ্যেই বাকী হেলিকাপ্টার গুলোও ডেলিভারি করা হবে ফলে এই বছরের মধ্যেই এই ধরনের হেলিকাপ্টার আফগান সেনার হাতে মোট ২৮টি হয়ে যাবে।
.
MD530F CAYUSE লাইট এ্যাটাক হেলিকাপ্টার টি থেকে ৫০মিমি রকেট ও. ৫০ক্যালিবার মেশিন গান ব্যবহার করা যায়।
.
এছাড়াও মার্কিন প্রশাসন আফগান সেনাবাহিনীর উন্নতি সাধনের জন্য ১৫বিলিয়ান মার্কিন ডলার সাহায্য দেওয়ার কথা বিবেচনা করছে ও পরের বছর আরো নয় হাজার ন্যাটো ভুক্ত সেনাবাহিনীকে আফগানিস্থানে মোতায়েন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করেছে।

No comments:
Post a Comment