Wednesday, 15 June 2016

মার্কিন যৌথবাহিনীর আক্রমণে মৃত আইএস প্রধান আল-বাগদাদি

ব্রেকিং_নিউজ‬: ★মার্কিন যৌথবাহিনীর আক্রমণে মৃত আইএস প্রধান আল-বাগদাদি★ আইএসআইএস জঙ্গি সংগঠনের প্রধান আবু বকর-আল বাগদাদি সিরিয়ায়ে মার্কিন যৌথবাহিনীর হামলায় নিহত হয়েছেন। সংবাদসংস্থা আল আমাক সূত্রে খবর, রবিবার উত্তর সিরিয়ায়ে আইএস-এর শক্ত ঘাঁটি রাকায় মার্কিন যৌথবাহিনীর আক্রমণে মৃত্যু হয় বাগদাদির। আল আমাক-এর তরফে দাবি করা হয়েছে রমজানের পঞ্চম দিনে মৃত্যু হয়েছে আইএস প্রধানের। যদিও এই হামলার দায়ে প্রথমে স্বীকার করেনি মার্কিন সেনাবাহিনী। সোমবার ইরাকি টিভি চ্যানেল আল-সুমারিয়ার তরফে দাবি করা হয়, রবিবার সেনাবাহিনীর আক্রমণে গুরুতর জখম হন বাগদাদি। মশুল শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে হামলার ঘটনাটি ঘটে। পরে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-এ মার্কিন প্রতিরক্ষা আধিকারিক জানান, তাঁদের কাছে গোপন সূত্রে খবর ছিল, গত ছমাসে একাধিকবার মশুল শহরে গিয়েছেন আল বাগদাদি। তারপরই পরিকল্পনা করে তাঁর ওপর হামলা চালানো হয়। তাঁর মাথার দাম ২৫ মিলিয়ন ডলার ধার্য করেছিল মার্কিন প্রশাসন। সুত্র : ABP আনন্দ

No comments: