Thursday, 16 June 2016

ম্যাকডনাল ডগলাস F4 Phantom আমেরিকার ইতিহাসের সবচেয়ে সফল বিমান গুলোর মধ্যে অন্যতম

ম্যাকডনাল ডগলাস F4 Phantom আমেরিকার ইতিহাসের সবচেয়ে সফল বিমান গুলোর মধ্যে অন্যতম, প্রধানত নেভির জন্য তৈরী করা এই বিমানটির একটি বড় ত্রুটি হলো কোন ইন্টারনাল ক্যানন না থাকা, এর ফলে ভিয়েতনামযুদ্ধে অপেক্ষাকৃত কম উন্নত মীগ-১৫ ও মীগ-১৭ এর গান কীল এর শিকার হয়। এর পর থেকে আমেরিকান সকল যুদ্ধ বিমানে গান থাকা বাদ্ধতামূলক হয়ে দাঁড়ায়।

No comments: