Thursday, 23 June 2016

M2 HMG

                                                                এম২ হেভি মেশিন গানঃ-
আপনি কি বুলেট ফ্রুপ গাড়ির ভিতরে আছেন ? বা কোন পাকা বাড়ি ? আপনি কি ভাবছেন আপনি সুরক্ষিত ?যদি ভেবে থাকেন তাহলে আবার ভাবুন ! কারন ১২.৭x৯৯ মি.মি. এর ১২০০ টি বুলেট মাত্র ১ মিনিটে আপনার গাড়ি বা বাড়ির দেয়াল ভেদ করে প্রথমে আপনার শরীরে ঢুকবে তারপর আবার আপনার গাড়ি বা বাড়ির দেয়াল ভেদ করে বের হয়ে যাবে !আর হ্যাঁ আপনার গাড়ি বা বাড়ির যদি ভাগ্য ভালো হয় তাহলে তারা উপরে চলে যাবেআপনি কি অনেক দূরে আছেন ?ভাবছেন আপনি নিরাপদ ? তাহলে আপনি আবারও ভাবুন..... খুশি হবার কোন কারন নেই আপনি যদি ৬.৮০০ কিলোমিটার এর মধ্যে থাকেন তাহলে এম২ ৫০ ক্যালিবারের হেভি মেশিন গানের গুলি গ্রহণ করে ধন্য হতে তৈরি থাকুন ...হ্যাঁ এম২ ! এম২ হচ্ছে ৫০ ক্যালিবারের হেভি মেশিন গান। এটি তৈরি করেছে আমেরিকা ।১৯৩৩ সাল থেকে বর্তমান পর্যন্ত এটি প্রায় ২১ টি যুদ্ধে ব্যাবহার হয়েছে এবং হচ্ছে ।এটির ডিজাইন করা হয় ১৯১৮ সালে এবং তৈরি করা হয় ১৯২১ সালে।আপনি যদি এটি হাতে রেখে চালাতে চান তাহলে আপনি পিছনের দিকে ডানা ছাড়াই উড়তে পারবেন অবশ্য আপনি যদি এটি তুলতে পারেন । এই হেভি মেশিন গানটির ওজন ৩৮ কেজি আর ! তাই আপনি এটা ট্রাইপডের উপর রেখেই চালাতে হবে ।আর ট্রাইপড সহওজন ৫৮ কেজি! এর মাজল ভ্যালোচিটি প্রতি সেকেন্ডে ২৯১০ ফিট !এম২ হেভি মেশিন গানের ইফেক্টিভ রেঞ্জ ১৮০০ মিটার (১.৮০০ কি.মি.)! এবং ম্যাক্সিমাম রেঞ্জ ৬৮০০ মিটার (৬.৮০০ কি.মি.) !!! আর হ্যাঁ এটি শর্ট রিকয়েল অপারেটেড । এর বিভিন্ন ভার্সন রয়েছে যেমন এম২ এইচ বি, এ এন/এম২, এন/এম৩ ।

No comments: