Thursday, 16 June 2016

পাক-আফগান সীমান্তে মার্কিন ড্রোন হামলায় জঙ্গি নিধনের খবর বিশ্ববাসীর কাছে এখন খুবই সাধারণ ব্যাপার।

পাক-আফগান সীমান্তে মার্কিন ড্রোন হামলায় জঙ্গি নিধনের খবর বিশ্ববাসীর কাছে এখন খুবই সাধারণ ব্যাপার। আফগানিস্থানের প্রত্যন্ত অঞ্চলে মাকিন সেনাবাহিনী যুদ্ধবিমান ব্যবহার না করে অস্ত্রবাহী ড্রোন ব্যবহার করেছিল কারন মানুষবিহীন এই অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন গুলো নিশব্দের শত্রুর আকাশ সীমায় প্রবেশ করে শুধু আক্রমণ চালাতেই পারদর্শী নয় সাথে মানুষবিহীন এই ড্রোন ব্যবহারে প্রান সংশয়ের সম্ভাবনাও অত্যন্ত কম। সেইরকম তিনটি অত্যাধুনিক ড্রোন বা UAVs নিয়ে আজ আমরা আলোচনা করবো : . ★General Atomics MQ-1 Predator ★ . বর্তমানে বিশ্বের আধুনিক ও বহুচর্চিত ড্রোন হিসাবে প্রথমেই মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রিডেটর ড্রোনের নাম ই সবার আগে আসে। ২০০২সালের ফ্রেবুয়ারি মাস থেকে আমেরিকা জঙ্গি নিধনের লক্ষ্যে এই ড্রোন আফগানিস্তানে ব্যবহার শুরু করে ও অত্যন্ত সফল হয়। নব্বই এর দশকে এই ড্রোনের নির্মান প্রথম শুরু হয় এবং ১৯৯৫ সালে এটিকে সার্ভিসে আনা হয়। এই ড্রোন টিতে একটি Rotax 914F টার্বোচার্জার ইঞ্চিন ব্যবহার করা হয়েছে যাতে ১১৫অশ্বশক্তি উৎপন্ন হয় এবং এর গতিবেগ হলো ১৩৫মাইল প্রতি ঘন্টা। এই ড্রোন টি সর্বোচ্চ ১০২০কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম ও এটির রেঞ্জ ১১০০কিমি। এটি দুটি AGM-114Hellfireএয়ার টু সার্ফেস মিসাইল অথবা ৪টি AIM-92 stinger এয়ার টু এয়ার মিসাইল বা ৬টি AGM-176 Griffin এয়ার টু সার্ফেস মিসাইল বহন করতে পারে। এছাড়াও এই ড্রোন টিতে আছে একটি ক্ষমতা সম্পন্ন হাই রেজুলেশান ক্যামেরা। তবে এই ড্রোন টির প্রধান বৈশিষ্ট্য হলো এটি ভুপৃষ্ট থেকে ২৫০০০ফিট উচুতেও এক জায়গায় স্থির থেকে শত্রুর ওপর দীর্ঘ সময় ধরে নজর রাখতে পারে আবার প্রযোজনে হামলা করে শত্রুকে শেষ করে দিয়ে আসতে পারে। এই ড্রোন টি আফগানিস্তান ছাড়াও ইরাক, সোমালিয়া, পাকিস্থান প্রভৃতি যায়গায় ব্যবহার করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা ছাড়াও মাকির্ন বিমানবাহিনী ও আরো চারটি দেশের বিমানবাহিনী এই ড্রোন টি ব্যবহার করে। . ★General Atomics MQ-9 Reaper ★ . প্রিডেটর ড্রোনের বৃহদ ও আরো আধুনিক ভার্সান হলো রিপার। আরো বেশী রেঞ্জ, আরো বেশী অস্ত্রবহনের সক্ষমতা একে প্রিডেটরের থেকে দুকদম আগিয়ে দিয়েছে। ২০০৭ সালে এই ড্রোন টি প্রথম সার্ভিসে আসে। এতে একটি Honeywell TPE331-10 টার্বোপ্রপ ইঞ্চিন ব্যবহার করা হয়েছে যা ৯০০অশ্বশক্তি উৎপন্ন করে। এই ড্রোন টির গতিবেগ ৩০০মাইল প্রতি ঘন্টা ও রেঞ্জ ১৮৫২ কিমি। এটি সর্বোচ্চ ৪৭৬০কেজি ওজন বহন করে ২৫০০০ফিট উচ্চুতে উড়তে পারে। এর ৭টি হার্ডপয়েন্টে চারটি Hellfire এয়ার টু সার্ফেস মিসাইল ও Paveway লেজার গ্রাইডেড বোমা ব্যবহার করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা বর্তমানে প্রায় ১০০টির ও বেশী এই ড্রোন ব্যবহার করছে।এছাড়াও ইতালি, ফ্রান্স,নেদারল্যান্ড ও ব্রিটেন কেও এই ড্রোন রপ্তানি করা হয়েছে। . ★IAI Eitan ★ . ইজ্রাইলের প্রস্তুত করা আইএআই হিরনের আপগ্রেড ভার্সান হলো আইএআই ইটান। এটি হিরন ড্রোনের থেকেও অত্যাধুনিক ভাবে প্রস্তুত করা হয়েছে। প্রধানত হামাস জঙ্গিদের নিধন করার জন্যেই ইজ্রাইল এই ড্রোন টি নির্মাণ করা হয়েছে বলে মনে করা হয়ে থাকে যদিও এই ড্রোন সম্পর্কে খুব কম তথ্যই প্রকাশ করা হয়েছে। এই ড্রোন টিতে Pratt & Whitney PT6A ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ১২০০অশ্বশক্তি উৎপন্ন করে ও এর গতিবেগ হয় ৩৭০মাইল প্রতি ঘন্টা। এর সর্বাধিক রেঞ্জ হলো ৭৪০০কিমি ও সর্বোচ্চ ৪৫০০০ফিট উচ্চতায় ৭০ঘন্টা ধরে এটি অপারেশন চালাতে পারে। ইজ্রাইলের এই ড্রোন টি কেনার ব্যাপারে দক্ষিণ আমেরিকার কিছু দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানা যায়। ইতিমধ্যে ভারত ১০টি অর্ডার দিয়েছে।

No comments: