ব্রেকিং_নিউজ: কাশ্মীরে অনুপ্রবেশ ব্যর্থ, একাউন্টারে ৪ জঙ্গি (বরাহ নন্দন) ৭২ হুর পরী প্রাপ্তির লিফটে উঠে গেছে।
.
কাশ্মীরের কুপওয়ারা জেলার তাংধর সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে অনু্প্রবেশের চেষ্টা রুখে দিল সেনা। গুলির লড়াইয়ে তাদের হাতে চার জঙ্গি খতম হয়েছে। জানা গিয়েছে, এক সেনা জওয়ান জখম হন সংঘর্ষে। পরে তিনিও মারা যান।
.
একটি সূত্রে বলা হয়েছে, অনুপ্রবেশকারী জঙ্গিদের গতিবিধি নজরে আসতেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় সেনাবাহিনী। জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পালটা দেয় জওয়ানরাও। প্রাণ হারায় দুই জঙ্গি। তবে তারপরও অভিযান বহাল রাখা হয় বেশ কিছুক্ষণ। তাতে আরও দুজন জঙ্গি নিহত হয়ে বলে জানান নিরাপত্তা বাহিনীর জনৈক অফিসার।
.
এই নিয়ে গত তিনদিনে নিয়ন্ত্রণ রেখায় দ্বিতীয়বার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল নিরাপত্তাবাহিনী। গত মঙ্গলবার কুপওয়ারার মাছিল সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দেওয়া হয়। দু দিনের অভিযানে এক জঙ্গি নিহত হয়। এবিপি
No comments:
Post a Comment