Monday, 20 June 2016

রাশিয়ার পঞ্চম প্রজন্মের বিমান হল সুখয় টি-৫০।

রাশিয়ার পঞ্চম প্রজন্মের বিমান হল সুখয় টি-৫০। এফ-৩৫ স্টিলথ বিমানকে এযাবৎ অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ধরা হলেও, টি-৫০ বিমান তৈরির পর সবাইকে মানতে বাধ্য হতে হয়েছে যে, এই বিমানটি যুদ্ধক্ষেত্রে বহুমুখী কাজের জন্য সেরা। একদিকে শত্রুর অবস্থান নিখুঁত নিরুপন থেকে শুরু করে সবচেয়ে নিচু অবস্থানে নেমে শত্রুর ঘাঁটিতে নিখুঁত আক্রমন চালানোর জন্য ইতিমধ্যেই বিখ্যাত হয়েছে সু- সিরিজ এর বিমানগুলো। সিরিয়ার আকাশে এই বিমান অভিযান শুরু হলে পশ্চিমের বিমানবাহিনীগুলোস্রেফ নিশ্চুপ হয়ে যায়। অন্যান্য স্টিলথ বিমানের তুলনায় এই বিমানের সেন্সর অনেক নিখুঁত এবং শত্রু পক্ষের রাডার খুব সহজেই ফাঁকি দিয়ে আক্রমন চালাতে পারদর্শী। তবে, রাশিয়ার বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয় যে তারা এই বিমানটি মূলত অতিমাত্রার গতির কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

No comments: