Saturday, 25 June 2016

আবারো রিপ্লেসমেন্ট ভয় থেকে রক্ষা পেলো লেজেন্ডারি C-130

যাক আবারো রিপ্লেসমেন্ট ভয় থেকে রক্ষা পেলো লেজেন্ডারি C-130আসলে ইউরোপীয় বেশ কিছু দেশের পাশাপাশি অনেক দেশ ই সি-১৩০ কে রিপ্লেস করার জন্য অত্যাধুনিক Airbus A400M তৈরি প্রগ্রামে যুক্ত হয় কিন্তু A400M এর প্রডাকশন লাইন প্রয়োজনের তুলনায় অনেক কম বিমান নির্মান সামর্থ্য থাকায় এই প্রজেক্টের সাথে সংযুক্ত থাকা দেশ গুলোর চাহিদামত এয়ারক্রাফট সরবারহ করতে পারছেনা এর ফলে ফ্রান্স জার্মানি সহ অনেক দেশ ই নুতুন করে C-130J/KC-130J পরিবহণ বিমান অর্ডার করছে। এর ফলে সি-১৩০ এর প্রডাকশন লাইন লাইফ টাইম আরো দীর্ঘ হচ্ছে। সি-১৩০ এর পারফরমেন্স বিবেচনায় নিলে একে লেজেন্ডারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বলে আখ্যায়িত করা যেতে পারে এক বাক্যে

No comments: