Monday, 20 June 2016

এক তরুণ জার্মান বৈমানিক আইন অমান্য করে সোভিয়েত আকাশসীমায় ঢুকে পরেন।

আজ থেকে প্রায় ২৫ বছর আগে কোল্ড ওয়ারের সময় Mathias Rust নামের এক তরুণ জার্মান বৈমানিক আইন অমান্য করে সোভিয়েত আকাশসীমায় ঢুকে পরেন। এয়ার ডিফেন্স সিস্টেমকে তোয়াক্কা না করে সে তার সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট সেসনা-১৭৭ নিয়ে রেড স্কায়ায় এ ল্যান্ড করে। তার লক্ষ্য ছিল সোভিয়েত এবং আমেরিকার মধ্যে উত্তেজনা নিরসন করা। BBC কে Mathias Rust বলেন " আমি দুই দেশের মধ্যে চলমান পরিস্থিতির উপসংহার টানতে এসেছি। আমি মনে করি আমার বিমানটি পশ্চিম ও পূর্বের মধ্যে একটি কাল্পনিক সেতু তৈরি করবে।" তবে তার এই দুঃসাহসীকতার মূল্য তাকে দিতে হয়েছে।

No comments: