এনএসজির সদস্যপদ নিয়ে এখনও নিশ্চিত না হলেও এবার MTCR-এর সদস্য হতে চলেছে ভারত। সোমবারই দেশ আনুষ্ঠানিকভাবে Missile Technology Control Regime (MTCR)-এ যুক্ত হবে।
বিদেশ সচিব এস জয়শঙ্কর জানিয়েছেন, এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফ্রান্স, নেদারল্যান্ড সহ একাধিক দেশের প্রতিনিধিরা। MTCR-এর সদস্য হওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছিল ভারতের। ২০০৮-এর ভারত-আমেরিকা নিউক্লিয়ার ডিলের পর থেকেই এবিষয়ে আলোচনা হচ্ছিল। MTCR, NSG, Australia Group ও Wassenaar Arrangement এই চার এক্সপোর্ট কন্ট্রোলের সদস্য হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল ভারত। ২০১৫ তে MTCR -এর সদস্য হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। আমেরিকা পূর্ণ সমর্থন জানানোর পরই এটা সম্ভব হয়।
MTCR বা “মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম” হলো ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হওয়া ৩৪টি দেশের এমন একটি সংস্থা যারা ব্যালেস্টিক মিসাইল বা অন্য যে কোনও পরমাণু, কেমিক্যাল, বাইলোজিক্যাল অস্ত্র বহনকারী মিসাইল প্রযুক্তিকে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে সম্প্রসারিত হতে বাধা দেয়। ৩৪টি সদস্য দেশের সর্বসম্মতিক্রমেভারত এই গ্রুপে প্রবেশ করল। MTCR গ্রুপে যোগদানের ফলে ভারতের নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ বা NSG তে প্রবেশের পথ আরও পরিষ্কার হয়ে গেল। MTCR গ্রুপের সদস্য হওয়ার ফলে ভবিষ্যতে ভারত সহজেই অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি কিনতে পারবে ও যে কোন বন্ধু রাষ্ট্রকে নিজের মিসাইল বিক্রি করতে পারবে। এছাড়া ভারত ও রাশিয়া যৌথভাবে বানানো বিশ্বের সবথেকে দ্রুতগতি সম্পন্ন ক্রুজ মিসাইল “ব্রহ্মোস” মাত্র ৩০০ কিমি রেঞ্জের মধ্যেই সীমাবদ্ধ ছিল কারণ ভারত MTCR গ্রুপের সদস্য দেশ ছিল না। কিন্তু এখন উভয় দেশই এই গ্রুপের সদস্য হওয়ায় ব্রহ্মোস মিসাইলটির রেঞ্জ বৃদ্ধি করতে ভারত রাশিয়ার সামনে আর কোন আন্তর্জাতিক বাধা নিষেধ থাকলো না।
সূত্র : কলকাতা 24*7

No comments:
Post a Comment