Tuesday, 28 June 2016

C-5 galaxy

                                                                    ★★C-5 galaxy★★

. C-5 Galaxy হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরী military transport aircraft. এটির দ্বারা যুদ্ধকালীন সময়ে ট্যাংক, যুদ্ধবিমানসহ অন্যান্য মিলিয়ারি সরন্জাম জরুরি অবস্থায়, এক সাথে থেকে অন্য স্থানে সরাসরি মোতায়োন করা যায়। ১৯৬৮ সালে প্রথম এটি সার্ভিসে আসে। বর্তমানে একমাত্র আমেরিকাই এটি ব্যবহার করছে। এটির বিভিন্ন ভার্সন রয়েছে। তবে এর মধ্যে C-5B এর প্রতি ইউনিটের মূল্য প্রায় ২৬২.৭২ মিলিয়ন ডলার।

No comments: