Saturday, 18 June 2016

ভারতের মিনিস্টি অফ ডিফেন্স ইজ্রাইলের এলবিট সিস্টেমের থেকে ৭৪৭ইউনিট ১২.৭মিমি নেভাল রিমোট ওয়েপেন্স স্টেশান কেনার ডিল পাকা করেছে।

ভারতের মিনিস্টি অফ ডিফেন্স ইজ্রাইলের এলবিট সিস্টেমের থেকে ৭৪৭ইউনিট ১২.৭মিমি নেভাল রিমোট ওয়েপেন্স স্টেশান কেনার ডিল পাকা করেছে। ২৮২ মিলিয়ান ডলার ব্যায়ে কেনা এই নেভাল গান গুলি ভবিষ্যতে ভারতীয় নেভী ও ভারতীয় কোস্ট গার্ড ব্যবহার করবে। . এই ডিল অনুসারে, ১৩৬টি নেভাল রিমোট ওয়েপেন্স স্টেশান আমদানি করা হবে ও বাকি ৬১১টি মেক ইন ইন্ডিয়া নীতিতে ভারতের অর্ডিন্যান্স ফ্যাক্টরি তে ই বানানো হবে।

No comments: