Tuesday, 14 June 2016

পঞ্চম প্রজন্মের বিমানকে এখনো সার্ভিসে আনতে না পারলেও ২০২৫ সালের মধ্যে রাশিয়ার ষষ্ঠ প্রজন্মের বিমান আকাশে উড়বে বলে জানানো হয়েছে!!

পঞ্চম প্রজন্মের বিমানকে এখনো সার্ভিসে আনতে না পারলেও ২০২৫ সালের মধ্যে রাশিয়ার ষষ্ঠ প্রজন্মের বিমান আকাশে উড়বে বলে জানানো হয়েছে!!ইতিমধ্যেকনসেপ্ট ডিজাইন তৈরি করা হয়েছে।পরিকল্পনাঅনুযায়ী গতিবেগ হবে ম্যাক ৫!! একজন পাইলটেরর ব্যবস্থা রাখা হয়েছে তবে পাইলট ছাড়া চালানোরও ব্যবস্থা থাকবে।সুপার ম্যানুভেরাবল সেই সাথে স্টিলথ প্রযুুক্তিও থাকছে। তবে রাশিয়ার সামনে দুইটি চ্যালেঞ্জ রয়েছে।প্রথমত অর্থায়নের সমস্যা।আর দ্বিতীয়ত হাইপারসনিক গতিতে যাওয়ার বিমান যে উত্তপ্ত হয় তা সহ্য করা মত ম্যাটারিয়েল এখনো আনুষ্ঠানিকভাবে আবিষ্কৃত হয় নি।রাশিয়াকে এই ক্ষেত্রে প্রযুুক্তিকে বড়সড় পরিবর্তন আনতে হবে।রাশিয়া ছাড়াও আমেরিকা আর চীন ষষ্ঠ প্রজন্মের বিমানের উপর কাজ করছে।

No comments: