ব্রেকিং_নিউজ:
. কোচি শিপইয়ার্ড লিমিটেড আজ আদেশ ক্লাস ফাস্ট পেট্রোল ভেসেলের অপর একটি ভেসেল ICGS Aryaman ভারতীয় কোস্ট গার্ডের হাতে তুলে দিয়েছে। সর্বমোট ২০টি ভেসেল বানানোর বরাতের মধ্যে ১৮তম ভেসেল টির কাজ শুধু কোচি শিফইয়ার্ড শেষ করলো না বরঞ্চ ডেলিভারি সময়ের প্রায় ৯৫দিন আগেই জাহাজ টি কোস্ট গার্ডের হাতে তুলে দিতে সক্ষম হলো। . এই ফাস্ট পেট্রোল ভেসেল টি শুধু ভারতীয় জলসীমাই পাহারা দেবে না উপরন্তু এন্টি পাইরেসি,এন্টি স্ফাগলিং সার্চ এন্ড রেসকিউ অপারেশনেও বিশেষভাবে কাজে লাগানো যাবে। এছাড়াও এর সেকেন্ডারি রোল হিসাবে যুদ্ধের সময় এটি দিয়ে কমিউনিকেশন লিংক ও বড় যুদ্ধজাহাজ গুলোকে এসকর্ট করার কাজেও ব্যবহার করা যাবে।
. কোচি শিপইয়ার্ড লিমিটেড আজ আদেশ ক্লাস ফাস্ট পেট্রোল ভেসেলের অপর একটি ভেসেল ICGS Aryaman ভারতীয় কোস্ট গার্ডের হাতে তুলে দিয়েছে। সর্বমোট ২০টি ভেসেল বানানোর বরাতের মধ্যে ১৮তম ভেসেল টির কাজ শুধু কোচি শিফইয়ার্ড শেষ করলো না বরঞ্চ ডেলিভারি সময়ের প্রায় ৯৫দিন আগেই জাহাজ টি কোস্ট গার্ডের হাতে তুলে দিতে সক্ষম হলো। . এই ফাস্ট পেট্রোল ভেসেল টি শুধু ভারতীয় জলসীমাই পাহারা দেবে না উপরন্তু এন্টি পাইরেসি,এন্টি স্ফাগলিং সার্চ এন্ড রেসকিউ অপারেশনেও বিশেষভাবে কাজে লাগানো যাবে। এছাড়াও এর সেকেন্ডারি রোল হিসাবে যুদ্ধের সময় এটি দিয়ে কমিউনিকেশন লিংক ও বড় যুদ্ধজাহাজ গুলোকে এসকর্ট করার কাজেও ব্যবহার করা যাবে।

No comments:
Post a Comment