এবার বাংলাদেশী ISIS জঙ্গীদের থেকে খুনের হুমকি গেল ,ঢাকার রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক স্বামী সেবানন্দের কাছে।পোস্টে দেওয়া ছবিটিতে চিঠির কিছু অংশ দেওয়া আছে,সবাই পড়ুন দেখুন কি লেখা আছে।এই ঘটনাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথেস্ঠ উদ্বিগ্ন ,ভারতে বিদেশমন্ত্রকের মুখপাত্র ,বিকাশ স্বরূপ ইতিমধ্য ,ঢাকায় ভারতীয় হাই কমিশনের সাথে কথা বলেছেন এবং রামকৃষ্ণ মিশন এর সাথে সব সময় যোগাযোগ রাখতে বলেছেন।রামকৃষ্ণমিশনর কর্মকর্তারা এ ব্যাপারের প্রধানমন্ত্রীর উচ্চ সচিবালয়ে কথা বলেছেন।এ ব্যাপারে NAMO যথেস্ট সিরিয়াস এবং হাসিনা সরকার কে এসব ক্ষেত্রে সমস্ত ধরনের সাহায্যর আশ্বাস দিয়েছেন।দুই দেশের গোয়েন্দারা নিজেদের তথ্য আদান প্রদান করছে।
---- সকলের কাছে অনুরোধ ,আপনারা উপরিক্ত চিঠিটি পড়ুন এবং এই পোস্টটি শেয়ার করে সকলকে এই চিঠির কথাটি জানান।

No comments:
Post a Comment