✺►এই বছরের শেষের মধ্যে ভারত এনএসজির সদস্যপদ পেয়ে যাবে : আমেরিকা।
➥এনএসজির বৈঠক শেষ হবার কয়েক ঘন্টা পরেই আমেরিকার তরফ থেকে বলা হয়েছে পুনরায় এনএসজির বৈঠকে ভারতকে নিয়ে আলোচনা করা হবে। ভারতকে পূর্ণ সদস্যপদ দেবার জন্য আবার আলোচনা হবেই। তাদের তরফ থেকে বলা হয়েছে ভারত এই বছরের শেষের মধ্যে এনএসজির সদস্যপদ পেয়ে যেতে পারে।
➥আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামার উচ্চ আধিকারিক বলেছেন, আমার আশা এই বছরের শেষের মধ্যে ভারত এনএসজির সদস্যপদ পেয়ে যাবে। এরমধ্যে কয়েকটি কাজ করতে হবে। কিন্তু সেগুলি হয়ে যাবে। আর ভারত্ এনএসজির সদস্যপদ পেয়ে যাবে।
আধিকারিকের বক্তব্য, ভারতের সদস্যপদ নিয়ে আমেরিকা,রাশিয়া,ফ্রান্স আশা করে বসে আছে। এবং ভরসাও আছে যে ভারত এনএসজির সদস্যপদ পেয়ে যাবে। ভারতের এনএসজি সদস্যপদের জন্য আমেরিকা ভারতের সঙ্গে মিলে অনেক কাজ করেছে। তাঁদের আশা এই সপ্তাহের শেষ পর্যন্ত ভারতের বিষয়টি নিয়ে আলোচনা হবে। এবং কোনো না কোনো রাস্তা বেরবে। আর ভারত এই বছরের শেষের মধ্যে এনএসজির পূর্ণ সদস্য হয়ে যাবে।
No comments:
Post a Comment