Monday, 20 June 2016

এবার রাশিয়া ভারতের NSG পদের দাবীর জন্য একমত হল

এবার রাশিয়া ভারতের NSG পদের দাবীর জন্য ,ভারতের সাথে একমত হল।রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলন করে বলেন ,UN এর স্থায়ী সদস্য পদের জন্য আমরা যেমন ভারতের পাশে ছিলাম,তেমনি ভারতের NSG পদের জন্যও রাশিয়া ভারতের পাশে আছে।তিনি জানান ,ভারতের এই পদ পাওয়া নিয়ে চীনের কিসের আপত্তি ,তা নিয়ে আগামী সপ্তাহে সিওলে মিটিং এ আলোচনা হবে।তাকে ভারত -আমেরিকার বাড়তি বন্ধুত্বর কথা জিজ্ঞাস করলে ,তিনি ব্যাপারটি উড়িয়ে দেন।তিনি বলেন ভারত আর রাশিয়ার বন্ধুত্ব বহু বছর ধরে চলে আসছে ,এমন অনেক ব্যাপার আছে যা বহিঃবিশ্ব জানে না,তাছাড়া নরেন্দ্র মোদীর পররাস্ট্রনীতি তে আমরা কেন নাক গলাতে যাব ? রাশিয়া-ভারত সম্পর্ক আগের মতোই অটুট আছে।

No comments: