ভারতের একটি টি-৭২ ট্যাঙ্ক কে দেখছেন। আজ অব্ধি ২৫০০০ টি-৭২ ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে। ভারতে প্রায় ২০০০ টি-৭২ সার্ভিসে আছে। যেগুলিকে এখন আপগ্রেড করা হচ্ছে। টি-৭২ এর ওজন ৪১টন। এই হাল্কা ওজনের ফলে পাহাড়ি অঞ্চলে ব্যাবহারে এটি অত্যন্ত উপযোগী। তাই অরুনাচল প্রদেশ ও এলওসি র মত পাহাড়ী এলাকাতে টি-৯০ এর পাশাপাশি টি-৭২এর বিরাট ট্যাঙ্ক বাহিনী ভারতীয় পদাতিক বাহিনীকে সকল সময় এক এডভান্টেজ দিয়েছে।

No comments:
Post a Comment